Virat quits India Test captaincy: সিডনিতে রাজার মতো আগমন, কেপটাউনে বিতর্কিত সাম্রাজ্যের পতন
বিরাট কোহলি সাম্রাজ্যের উত্থান ও পতন।
সব্যসাচী বাগচী: কয়েক বছর আগে তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের শেষ কথা। বাইশ গজে ডাকাবুকো পারফরম্যান্স করার জন্য বিসিসিআই কর্তারা তাঁকে ঘাঁটানোর সাহস দেখাতে পারতেন না। কিন্তু সেই বিরাট কোহলিকেও নিজের হাতে গড়া সাম্রাজ্যের পতন দেখে যেতে হল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের দায়িত্ব ছেড়ে নিজের বিপদ ডেকে এনেছিলেন। তারপর মাত্র চার মাসের ব্যবধানে যেন আরও পিছিয়ে গেলেন ‘কিং কোহলি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের বিরুদ্ধে গিয়েই যে তাঁকে গদি হারাতে হল সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৫ সালে রাজার মতো অধিনায়ক হিসেবে আগমন ঘটিয়েছিলেন। তবে ছয় বছর পর একরাশ বিতর্ক নিয়ে কেপটাউন টেস্ট হারতেই তাঁর সাধের সাম্রাজ্যের পতন হল।
1/20
সিডনিতে শুরু
2/20
২২ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয়
photos
TRENDING NOW
3/20
টেস্টের সিংহাসনে ভারত
4/20
স্টিভ স্মিথের সঙ্গে ঝামেলা
5/20
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার
6/20
অনিল কুম্বলের চাকরি যাওয়া
7/20
ফের রবি শাস্ত্রী যুগ শুরু
8/20
মাইক ড্রপ বিতর্ক
9/20
জোহানেসবার্গে জয়
10/20
ডনের শেষে ইতিহাস
11/20
স্মিথের পাশে বিরাট
12/20
কাপ যুদ্ধের সেমি ফাইনাল থেকে বিদায়
13/20
বছরের গোড়ায় নিউজিল্যান্ডের মাঠে হোয়াইটওয়াশ
14/20
৩৬ অল আউট
15/20
কিউইদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে লজ্জার হার
16/20
ক্রিকেটের মক্কায় জয়ডঙ্কা
17/20
কোহলির বিতর্কিত শিঙ্গা সেলিব্রেশন
18/20
টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হার ও বিদায়
প্রতিযোগিতার এক মাস আগে এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। ফলে সাজঘরে তৈরি হয়েছিল একটা গুমোট পরিবেশ। সেই গুমোট ভাব মাঠেও ফুটে উঠেছিল। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ১০ উইকেটে হারের পর কিউইদের বিরুদ্ধেও ৮ উইকেটে হেরে যায় ভারত। তাই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল কোহলিবাহিনীকে। আইসিসি প্রতিযোগিতায় অধিনায়ক হিসেবে সেটা ছিল কোহলির চতুর্থ বিপর্যয়।
19/20
একদিনের দলের নেতৃত্ব হারানো
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে একদিনের দলের নেতৃত্বও তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সেটা নিয়ে নেলসন ম্যান্ডেলার দেশে উড়ে যাওয়ার আগে বিসিসিআই-এর ক্ষোভ উগরে দিয়েছিলেন কোহলি। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কোহলির সেই বিস্ফোরণ সোশ্যাল মিডিয়াতে দাদা বনাম কোহলি চেহারা নিয়েছিল। কিন্তু সেই ঘটনার জন্য আরও ব্যাকফুটে চলে গিয়েছিলেন কোহলি।
20/20
স্টাম্প মাইক বিতর্কে বিদায়
photos