Virat Kohli: 'কিং কোহলি' থেকে 'মাস্টার ব্লাস্টার', কোন কিংবদন্তিরা রেস্তোরাঁর মালিক? ছবিতে দেখুন
Virat Kohli: দেশের বিভিন্ন শহরে বিরাটের একাধিক রেস্তোরাঁ রয়েছে। এমনকি এই তালিকায় নাম লিখিয়েছেন জাহির খান ও রবীন্দ্র জাদেজা। রাজকোটে রেস্তোরাঁ খুলেছেন ভারতের এই অলরাউন্ডার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওঁরা সবাই বাইশ গজের যুদ্ধে ঝড় তুলেছেন। তবে শুধু ব্যাট-বল নয়, মাঠের বাইরেও সফল টিম ইন্ডিয়ার (Team India) একাধিক ক্রিকেটার। ওঁরা সবাই রেস্তোরাঁ ব্যবসায় দারুণ সফল। এই তালিকায় রয়েছেন কপিল দেব (Kapil Dev), সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম। পিছিয়ে নেই ভারতীয় দলের আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। দেশের বিভিন্ন শহরে বিরাটের একাধিক রেস্তোরাঁ রয়েছে। এমনকি এই তালিকায় নাম লিখিয়েছেন জাহির খান (Zaheer Khan) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রাজকোটে রেস্তোরাঁ খুলেছেন ভারতের এই অলরাউন্ডার।
1/6
বিরাট কোহলি
এই তালিকায় সবার উপরে রয়েছে বিরাট কোহলির নাম। একাধিক ব্যবসায় যুক্ত তিনি। প্রসাধনী, রেস্তোরাঁর মত ব্যবসা রয়েছে। বিরাটের এই হসপিটালিটি ব্যবসায় প্রবেশ নতুন। তিনি এতদিন এই ফিল্ডে ছিলেন না। তাঁর প্রথম রেস্তোরাঁ নিউ দিল্লিতে। নাম নুয়েভা (Nueva)। ২০১৭ সালে এটির পথচলা শুরু হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবার পাওয়া যায় এখানে। তবে এখানে তাঁর পছন্দের ছোলে ভাটুরে পাওয়া যায়। বিরাট দিল্লিতে থাকলে এই রেস্তোরাঁতে গিয়ে সময় কাটান। তাঁকে ও অনুষ্কাকে একাধিকবার দেখা গেছে এখানে। এছাড়া বিরাট তাঁর রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিয়ে খান মাঝে মাঝে।
2/6
One8 Commune
photos
TRENDING NOW
3/6
কপিল দেব
4/6
রবীন্দ্র জাদেজা
5/6
জাহির খান
6/6
সচিন তেন্ডুলকর
photos