অঙ্কে ১০০-য় তিন পেয়েছিলেন বিরাট, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছিলেন তার পর

Sep 08, 2019, 10:31 AM IST
1/5

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কে দুর্বলতা কোহলির

ব্যাট হাতে যে কোনো পরীক্ষায় নামতে প্রস্তুত। পেস হোক বা স্পিন, নিঁখুত শট খেলে পরক্ষীয় উতরে যেতেও তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু পরীক্ষায় খাতায় বিরাট কোহলির ভয়ের কারণ ছিল অন্য। সেখানে তো আর হাতে ব্যাট ছিল না!

2/5

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কের প্রতি ছোট থেকেই বিরাট কোহলির আতঙ্ক ছিল। নিজেই এক সাক্ষাত্কারে জানালেন সে কথা। বললেন, ''স্কুলে পড়ার সময় অঙ্ক বই দেখলেই আমার গায়ে জ্বর আসত। কী ভয় যে পেতাম উফ্!''

3/5

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কে দুর্বলতা কোহলির

বিরাট বললেন, ''আমি বুঝতাম না মানুষ কেন অঙ্কের জটিল হিসেব করতে যায়। জীবনে চলার পথে তো আমায় কখনও ওরকম কঠিন ফর্মুলার প্রয়োগ করতে হয়নি। যাই হোক, একবার অঙ্ক পরীক্ষায় ১০০-র মধ্যে তিন পেয়েছিলাম। অঙ্ক বিষয়টাতে আমি এতটাই খারাপ ছিলাম।''

4/5

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কে দুর্বলতা কোহলির

তা হলে কীভাবে বিরাট কোহলি অঙ্কের হাত থেকে রেহাই পেলেন? ভারতীয় দলের অধিনায়ক বললেন, ''ক্লাস টেন-এর পরীক্ষা দেওয়ার অপেক্ষায় ছিলাম। কারণ তার পর অঙ্ক নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না। আমি নিজের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারতাম। বিশ্বাস করুন, ক্লাস টেন-এর অঙ্ক পরীক্ষায় পাশ করার জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করেছিলাম। এত পরিশ্রম আমি সেই সময় ক্রিকেটেও করিনি।''

5/5

অঙ্কে দুর্বলতা কোহলির

অঙ্কে দুর্বলতা কোহলির

বিরাট কোহলি বলছেন, স্কুলে পড়ার সময় তিনি কোনওদিন মেধাবী ছাত্র ছিলেন না। তবে তাঁর মধ্যে দ্রুত শিখে  নেওয়ার প্রবণতা ছিল। সেই প্রবণতাই হয়তো তাঁকে জীবন যুদ্ধে জিতিয়ে দিয়েছে। অঙ্কে দুর্বল হওয়া সত্ত্বেও।