Virat Kohli: অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে ১২ বছর পার! বিরাটের ১২টি অজানা তথ্য
কোহলিই এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কোহলির টেস্ট অভিষেকের ১২ বছর পূর্তিতে তাঁর কেরিয়ারের ১২টি তথ্য হয়তো আপনার জানা, তারপরও আরও কয়েকটি হয়ত আপনার অজানাই রয়ে গিয়েছে.....
সব্যসাচী বাগচী
২০১১ থেকে ২০২৩। দেখতে দেখতে ১২টি বছর পার করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপ (ICC ODI World Cup 2011) জয়ের বছরই লাল বলের ক্রিকেটে বিরাটের অভিষেক ঘটেছিল। ১২ বছরের পথ চলায় 'কিং কোহলি' (King Kohli) খেলেছেন ১০৯ টেস্ট, ৪৮.৭২ গড়ে করেছেন ৮৪৭৯ রান। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের টেস্টে শতরানের সংখ্যা ২৮, অর্ধ শতরান ২৮। ৩৪ বছর বয়সী কোহলি গড়েছেন অসংখ্য রেকর্ড।
একদিনের ক্রিকেটে অভিষেকের প্রায় তিন বছর পর তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। মজার ব্যাপার, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বিশ্রামে থাকার কারণেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। অভিষেকটা মোটেও স্মরণীয় ছিল না কোহলির। অভিষেক সিরিজে ৫ ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছিল ৭৬ রান। সেই কোহলিই এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কোহলির টেস্ট অভিষেকের ১২ বছর পূর্তিতে তাঁর কেরিয়ারের ১২টি তথ্য হয়তো আপনার জানা, তারপরও আরও কয়েকটি হয়ত আপনার অজানাই রয়ে গিয়েছে.....