Petrol Price: পেট্রল ২ টাকা লিটার! আপনি কিনতে পারবেন? জেনে নিন কোন দেশে
Dec 14, 2021, 13:55 PM IST
1/6
বহুদিন ধরে পেট্রলের দাম ১০০ টাকার নীচে নামেনি। এনিয়ে ভারতে শোরগোলের অন্ত নেই। কেন্দ্র সেস কমিয়ে জন সাধারণের উপরে বোঝা কিছুটা কমালেও একশো টাকা চাপ নিতে হিমশিম খাচ্ছে জনতা জনার্দন।
2/6
এশিয়ার কয়েকটি দেশে পেট্রলের দাম ভারতের থেকে কম। এনিয়ে মোদী সরকারকে নিশানা করতে কসুর করছে বিরোধীরা। কিন্তু দুনিয়ার এমন দেশও রয়েছে যেখানে পেট্রলের দাম অবিশ্বাস্য রকমের কম।
photos
TRENDING NOW
3/6
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তেল উত্পাদনকারী দেশ ভেনেজুয়েলায় পেট্রলের দাম ছিল ১.৮৮৫ টাকা প্রতি লিটার। জ্বালানীর দাম দুনিয়ায় সবচেয়ে কম ভেনেজুয়েলাতেই।
4/6
globalpetrolprices.com এর এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণভাবে ধনী দেশগুলিতে পেট্রলের দাম বেশি। অন্যদিকে, গরবি ও তেল উত্পাদনকারী দেশগুলিতে পেট্রলের দাম অনেকটাই কম। তবে ভেনেজুয়েলায় তেলের দাম সবচেয়ে কম।
5/6
ভেনেজুয়েলার পর পেট্রলের দাম সবচেয় কম ইরানে। সেদেশে পেট্রলের দাম ৩.৮৬৬ টাকা প্রতি লিটার।
6/6
অন্যদিকে, পেট্রলের দাম সবচেয়ে বেশি হংকংয়ে। এখানে পেট্রল বিক্রি হয়েছে ১৯৫.১১৩ টাকা প্রতি লিটার। এর পরেই রয়েছে নেদারল্যান্ডস। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম ১৭০.৭ টাকা প্রতি লিটার।