বঙ্গে টানা দুর্যোগে অগ্নিমূল্য সবজি, আরও বাড়বে দাম, মত বিক্রেতাদের, জানুন বাজারদর
সবজির জোগানে ভাটা
মূল্যবৃদ্ধির বাজারে আরও অগ্নিমূল্য হয়েছে সবজির দাম। কেমন যাচ্ছে আজকের বাজারদর? জেনে নিন বিস্তারিত।
1/5
অগ্নিমূল্য সবজি
2/5
টানা বৃষ্টিতে নষ্ট ফসল
photos
TRENDING NOW
3/5
দাম বেড়েছে অনেক সবজির
4/5
সবজির জোগানে টান
5/5
কলকাতা শহরে আজকের বাজারদর
লাউ = ৩০ টাকা পিস, গাজর = ৪০ টাকা কেজি, ঝিঙে = ৬০ টাকা কেজি, পটল = ৪০ টাকা কেজি, বরবটি = ৫০ টাকা কেজি, উচ্ছে = ৩০ টাকা কেজি, চিচিঙ্গে = ৩০ টাকা কেজি , পেঁপে = ৪০ টাকা কেজি, কাঁচালঙ্কা = ১০০ টাকা কেজি, মুলো = ৬০ টাকা কেজি, ভেন্ডি = ৪০- ৫০ টাকা কেজি, বেগুন = ৪০ টাকা কেজি প্রতি, টমেটো = ৪০ টাকা কেজি, শসা = ৪০ কেজি, বাঁধাকপি = ৫০ টাকা কেজি, চাল কুমড়ো = ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়ো = ২০ টাকা কেজি।
photos