Vegetable Price Hike: সবজি-ফলের অগ্নিমূল্যে নাজেহাল আমজনতা, জেনে নিন আজকের বাজারদর
লক্ষীপুজোর আগে বাজারে আগুন
অগ্নিমূল্য বাজার। সবজির দাম আকাশছোঁয়া। পিছিয়ে নেই ফলও। লক্ষীপুজোর আগে বাজারে গিয়ে নাজেহাল জনতা।
1/5
কেমন যাচ্ছে বাজারদর
2/5
কেমন যাচ্ছে বাজারদর
photos
TRENDING NOW
3/5
কেমন যাচ্ছে বাজারদর
এছাড়াও আগুন অন্যান্য সবজির দামেও। ঢেঁড়স = ৬০ টাকা কেজি, পটল = ৬০ টাকা কেজি, ঝিঙে = ৬০ টাকা কেজি, বরবটি = ৬০ টাকা কেজি, বেগুন = ৮০ টাকা কেজি, টমেটো = ৮০ টাকা কেজি, শসা = ৫০ টাকা কেজি, গাজর = ৬০ টাকা কেজি, নতুন আলু = ৫০ টাকা কেজি, চাল কুমড়া = ৫০ টাকা কেজি, পেঁপে = ৩০ টাকা কেজি, কাঁচা লঙ্কা = ৮০ টাকা কেজি, ধনেপাতা = ২০০ টাকা কেজি, ক্যাপসিকাম = ২০০ টাকা কেজি, বিন = ১৫০ টাকা কেজি।
4/5
কেমন যাচ্ছে বাজারদর
সবজির পাশাপাশি ফলেরও দাম আকাশ ছুঁয়েছে। লেক মার্কেটে একনজরে দেখে নিন ফলের দাম। আপেল=১০০ টাকা কেজি, ন্যাসপাতি ১২০ টাকা কেজি, বেদানা = ২০০ টাকা কেজি, মুসাম্বি লেবু = ৩০ টাকা জোড়া, আতা = ২০০ টাকা কেজি, পাকা পেঁপে = ৮০ টাকা কেজি, নারকেল = ৩০-৩৫ টাকা পিস, কাঁঠালি কলা = ৬০ টাকা ডজন, বাতাবি লেবু = ৪০-৫০ টাকা পিস।
5/5
কেমন যাচ্ছে বাজারদর
photos