Shantiniketan | Vasantotsav: প্রথম ফাল্গুনেই বসন্তকে আবাহন জানাল শান্তিনিকেতনের 'পাঠভবন'...
Shantiniketan | Vasantotsav: শান্তিনিকেতনে দোলের দিনের বসন্ত-উৎসব খুবই গুরুত্বপূর্ণ। দূর-দূরান্ত থেকে বহু মানুষ সেদিন শান্তিনিকেতনে আসেন। কিন্তু, সেই উৎসবে মূলত বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়ারাই অংশ নেন।
প্রসেনজিৎ মালাকার: আজ, শনিবার বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ারা বসন্তের আবাহন-অনুষ্ঠান করল। ফাল্গুন-চৈত্র এই দুমাস বসন্ত। তবে, ফাল্গুনের শুরুতেই পাঠভবনের পক্ষ থেকে বসন্তকে আবাহন জানানো হয়। শান্তিনিকেতনে দোলের দিনের বসন্ত-উৎসব খুবই গুরুত্বপূর্ণ। দূর-দূরান্ত থেকে বহু মানুষ সেদিন শান্তিনিকেতনে আসেন। কিন্তু, সেই উৎসবে মূলত বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়ারাই অংশ নেন। পাঠভবনের পড়ুয়াদের সেই বসন্ত-উৎসবে তেমন সক্রিয় অংশগ্রহণ থাকে না। তাই পাঠভবনের পড়ুয়াদের নিয়ে তাদের একটা নিজস্ব বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় এখানে। সেটিই হল আজ, শনিবার।
2/7
বসন্তের আবাহন
photos
TRENDING NOW
3/7
উদ্দীপনাময়
4/7
নৃত্যগীতে
5/7
বসন্ত পঞ্চমী
7/7
প্রকৃতির উদযাপন
photos