টেরাকোটা থেকে পরিবেশবান্ধব, দিওয়ালির জন্য তৈরি তাক লাগানো রকমারি প্রদীপ

| Oct 20, 2019, 17:42 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : প্রদীপের বাজার এখন সরগরম। কুমোরটুলিতে প্রতিমার পাশাপাশি বিকিকিনি চলছে প্রদীপেরও।  

2/7

ছোটো-বড় নানান সাইজের নানান আকৃতির নানান ডিজাইনের প্রদীপ। রয়েছে পরিবেশবান্ধব প্রদীপও।

3/7

শিল্পী দিলীপ মাঝি ফেলে দেওয়া সিডি র ওপরে বসিয়েছেন মাটির প্রদীপ।

4/7

মাটির প্রদীপের পাশপাশি রয়েছে গুজরাটি প্রদীপও।

5/7

ওজনে হালকা এই গুজরাটি প্রদীপের দামও অত্যন্ত কম। প্রতি পিস মাত্র ৪০ পয়সা। তাই ডিমান্ড বেশি।

6/7

বাংলার লাল রংয়ের টেরাকোটা প্রদীপেও নতুনত্বের ছোঁয়া। কুলোর নকশা কাটা প্রদীপে মাত বাজার। মুগ্ধ ক্রেতারাও।

7/7

এভাবেই নতুনত্বের ছোঁয়া এনে মাটির প্রদীপের বাজার ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।