#উৎসব: পুজোর সময়ে চলুন সৌরেনী; তাঁবুতে রাত্রিবাস, মেনুতে অর্গানিক সবজি

| Oct 07, 2021, 19:34 PM IST
1/6

উঁচু-নিচু পাহাড়ি এলাকা

hilly region

পুজোর মুখে পর্যটকদের ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা এবার সৌরেনী বস্তি। কালিম্পংয়ের গরুবাথান ব্লকের উঁচু-নিচু পাহাড়ি এলাকায় এই সৌরেনী বস্তি বা গ্রাম।   

2/6

নেওড়া ভ্যালি সংলগ্ন

neora valley

নেওড়া ভ্যালি জঙ্গল সংলগ্ন সৌরেনী ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে পর্যটকদের জন্য থাকছে টেন্টের ব্যবস্থা। চাইলে পর্যটকেরা নিজেরাও টেন্ট নিয়ে যেতে পারবেন। 

3/6

মনপসন্দ

tourist

এখানকার খাওয়া-দাওয়ার ব্যবস্থাও বেশ ভাল। কৃষিজমি থেকে টাটকা সব্জি তুলে রান্না করে খেতে পারবেন পর্যটকেরা। পর্যটকদের মনপসন্দ মেনুর রান্নার ব্যবস্থাও থাকছে। 

4/6

ক্যামেরার লেন্সে

look through

একদিকে নেওড়া ভ্যালির জঙ্গল, অন্য দিকে উঁচু-নিচু পাহাড়। যা পর্যটকদের মন ছুঁয়ে দেবে। এখন এলাকায় ঠান্ডা এসে গিয়েছে। গরুবাথান বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে সৌরেনী। নিউ মাল রেল স্টেশন থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যে ভরা এই সৌরেনী।

5/6

প্রকৃতির সৌন্দর্য

nature

এখান থেকে দেখা যাবে সূর্যোদয়, সূর্যাস্ত, ডুয়ার্স এবং পাহাড়ের বিভিন্ন নদনদী, ঝর্না। যেহেতু পাশেই নেওড়া ভ্যালি জঙ্গল, তাই মাঝেমধ্যেই বন্য জন্তুর দেখা পাওয়া যায়।   

6/6

সৌরেনী বস্তি

soureni

ইতিমধ্যেই কিছু পর্যটক এই এলাকা ঘুরে গিয়েছেন। শোনা যাচ্ছে, দুর্গা পুজোর সময়েও পর্যটকদের আসার কথা আছে সৌরেনী বস্তিতে।