খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

Sep 17, 2018, 08:29 AM IST
1/6

1

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

# শীত-গ্রীষ্ম-বর্ষা বলে কিছু নেই, খুসকি এখন বারো মাসের সঙ্গী। সাধারণত খুসকি হলে অনেকের ক্ষেত্রে মাথার স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। বেশিরভাগ মানুষই চুল ওঠার সমস্যায় ভোগেন। মাত্র ৭ দিনের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে খুসকি থেকে আপনিও মুক্তি পেতে পারেন।  

2/6

2

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

১.  পাতিলেবু :  ত্বকের চর্চা থেকে চুলের খুসকি দূর করতে পাতিলেবুর একেবারে অব্যর্থ দাবাই। ছোটো চুল হলে ১টি পাতিলেবু এবং বড়ো চুলের জন্য ২টি পাতিলেবুই যথেষ্ট। পাতিলেবুর রস মাথার স্ক্যাল্পে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

3/6

3

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

২. লেবু ও দই : খুসকি থেকে মুক্তি পেতে হলে আর দেরি না করে লেবু ও দই চুলে লাগান। এক চামচ লেবুর রসের সঙ্গে ২ চামচ দই মিশিয়ে নিন। এর পরে মাথার স্ক্যাল্পে ভালো করে লেবু ও দইয়ের মিশ্রণটি লাগান। ৩০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। তারপরে শ্যাম্পু করে নিন।

4/6

4

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

৩. লেবু ও মধু : ১ চামচ লেবুর রসের সঙ্গে ৩ চামচ মধু মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট মাথায় লাগিয়ে রাখুন। এরপরে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। ২-৩ দিন করে দেখুন ফল পাবেন।  

5/6

5

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

৪. লেবু ও আমলা : আমলা চুলের জন্য দারুণ উপকারী। ২ চামচ লেবুর রসের সঙ্গে ১ চামচ আমলার রস মিশিয়ে নিন। এরপরে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যে নিজেই তফাতটা বুঝতে পারবেন।

6/6

6

খুসকি থেকে মুক্তির ঘরোয়া উপায়গুলি জেনে নিন ...

৫. লেবু ও ডিম : প্রথমে ডিমটা ভালো করে ফেটিয়ে নিন। তার পরে ওই ফেটানো ডিমের মধ্যে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এর পরে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে নিন। ৫-৭ দিনের মধ্যে নিজেই বুঝতে পারবেন। লেবু ও ডিম কিন্তু চুলের জন্য দারুণ কাজ দেয়। শুধু চুলের খুসকি দূর করা নয় চুলের হারিয়ে যাওয়া ঔজ্জ্বলতা ফিরিয়ে আনে।