Sealdah Metro Station: প্রতীক্ষার অবসান, শুরু হচ্ছে Sealdah-Sector V মেট্রো চলাচল, ৩১ মে উদ্বোধন!

May 24, 2022, 14:50 PM IST
1/5

আগামী ৩১ মে শুরু হচ্ছে সেক্টর ফাইভ ও শিয়ালদহের মধ্য়ে মেট্রো রেল চলাচল! এমনই সম্ভাবনার কথা উঠে আসছে। 

2/5

সূত্রের খবর, ৩১ মে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণের হাত দিয়ে উদ্বোধন হতে পারে শিয়ালদহ স্টেশনের। ওইদিনই  সেক্টর ফাইভের সঙ্গে শিয়ালদহের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে। ওইদিনই দলের একাধিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন বৈষ্ণ। তাই শিয়ালদহ সেকশনের উদ্বোধনে তাঁর যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

3/5

শিয়ালদহ সেকশন চালু হয়ে গেলে শিয়ালদহ থেকে বিপুল সংখ্যাক যাত্রী শিয়ালদহ থেকে যানজট এড়িয়ে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভে।

4/5

উল্লেখ্য, মার্চ মাসে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যায়। 

5/5

শিয়ালদহ রেল স্টেশন থেকে  ১৭ মিটার নীচে তৈরি হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এখানে রয়েছে ৮টি সিঁডি, ১৮টি এসকেলেটর, ৫টি লিফট ও ৪টি প্লাটফর্ম। এখনও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য তৈরি হয়ে গিয়েছে প্লাটফর্ম 1A, 1B। সেক্টর ফাইভ থেকে ২০ মিনিট অন্তর এই লাইনে মিলবে ট্রেন।