Nasal Covid Vaccine: এসে গেল করোনার নেজাল ভ্যাকসিন, জেনে নিন দাম কত

Jan 26, 2023, 17:57 PM IST
1/5

করোনা ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে সুচ ফোটানো পর্ব আর থাকবে না। বাজারে চলে এল করোনার নেজাল ভ্যাকসিন।

2/5

আজ ওই ভ্য়াকসিন আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।

3/5

ভারত বায়োটেকের ওই ভ্যাকসিনের নাম  iNCOVACC। নভেম্বরে ওই ভ্যাকসিনের অনুমতি মেলে বিশেষ ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ও বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য।

4/5

ভারত বায়োটেকের বিবৃতি অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রে iNCOVACC টিকার দাম হবে ৮০০ টাকা। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ওই ভ্যাকসিন দেওয়া হবে ৩২৫ টাকায়।

5/5

তিন পর্যায়ে ট্রায়াল শেষ করা পর এটিকে অনুমোদন দেওয়া হয়। তার পরেই এটির উত্পাদন শুরু করা হয়। প্রথম ডোজ হিসেবে ভ্য়াকসিনটি কতটা কার্যকারী তা প্রথমে দেখা হয়। যারা আগেও কোভ্যাকসিন ও কোভিশিল্ড নিয়েছেন তাদের বুস্টার ডোজ হিসেবেও একটি পরীক্ষা করে দেখা হয়। তার পরেই এটিকে অনুমোদন দেওয়া হয়।