Union Budget 2020: এবার বাজেটে কীসের কীসের দাম বাড়ল বা কমল, জেনে নিন

Feb 01, 2020, 16:58 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন : সংসদে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট (Union Budget 2020) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

2/9

এবারের বাজেটে নয়া কর কাঠামোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নয়া কাঠামোয় অনেকটা কমানো হয়েছে আয়কর। তবে তুলে নেওয়া হয়েছে বেশকিছু ছাড়ের সুবিধা।

3/9

পাশাপাশি এবারের বাজেটের পর বাড়ছে স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, চিনামাটি ও মাটির বাসনপত্রের দাম। কারণ এগুলির আমদানি-রফতানি শুল্ক দ্বিগুণ হয়ে ২০ শতাংশ হচ্ছে। 

4/9

ঘর-গেরস্থালির ক্ষেত্রে দাম বাড়ছে ঝাঁটা, ফ্যান, ওয়াটার হিটার, ম্যাট্রেস, ল্যাম্প, রেফ্রিজেরাটের ও এসি-র কমপ্রেশরের।

5/9

রান্নাঘরে দাম বাড়ছে মিক্সি, টোস্টার, চা-কফি মেকার, কুকার, পেপার ট্রে-র।

6/9

রূপচর্চার ক্ষেত্রেও খরচ বাড়ছে। দাম বাড়ছে চিরুনি, হেয়ার ড্রায়ার, ট্রিমার, ক্লিপ, ইমিটেশন গয়না, আয়নার।

7/9

আমদানিকৃত আসবাবপত্র ও জুতোর দাম বাড়ছে। দাম বাড়ছে বিদেশি পুতুলের।

8/9

দাম বাড়ছে ক্যাটালাইটিক কনভার্টার, গাড়ির যন্ত্রাংশের। দাম বাড়ছে স্কুটারের।

9/9

সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরও বাড়ছে আবগারি শুল্ক । ফলে বাড়ছে দাম।