১০ বলে ৩১ রান, রাঁচিতে ব্যাট হাতে তাণ্ডব 'বোলার' উমেশে যাদবের

Oct 20, 2019, 17:02 PM IST
1/5

উমেশের তাণ্ডব

উমেশের তাণ্ডব

পেসার হিসাবেই তাঁর যত খ্যাতি। কিন্তু তিনি যে মারকুটে ব্যাটসম্যানও, সেটা জানিয়ে গেলেন রাঁচিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে উমেশ যাদব ব্যাট হাতে তাণ্ডব করলেন। মাত্র ১০ বল খেলে করলেন ৩১ রান। 

2/5

উমেশের তাণ্ডব

উমেশের তাণ্ডব

রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি করে আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন উমেশ। এসেই পর পর দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। 

3/5

উমেশের তাণ্ডব

উমেশের তাণ্ডব

৩১০ স্ট্রাইক রেট ছিল তাঁর। টেস্ট ক্রিকেটে ১০ বল খেলা যে কোনও ব্যাটসম্যানের মধ্যে যা সব থেকে বেশি। 

4/5

উমেশের তাণ্ডব

উমেশের তাণ্ডব

১০ বলের মধ্যে পাঁচটি ছক্কা হাঁকান উমেশ। নিলেন মাত্র একটি সিঙ্গল। পাঁচটি ছক্কাই তিনি মারলেন দক্ষিণ আফ্রিকার বোলার জর্জ  লিন্ডের বলে। 

5/5

উমেশের তাণ্ডব

উমেশের তাণ্ডব

উমেশের প্রতি ছক্কা ড্রেসিংরুমে বসে উপভোগ করছিলেন ক্যাপ্টেন কোহলি। ভারত প্রথম ইনিংসে ৪৯৭ রানে ডিক্লেয়ার করেছে। দক্ষিণ আফ্রিকা নয় রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে।