সুকৌশলে হাঙ্গামাকারীদের উস্কেছিলেন উমর খালিদ, দাবি দিল্লি হিংসার অতিরিক্ত চার্জশিটে

Nov 25, 2020, 19:35 PM IST
1/5

ফেব্রুয়ারির দিল্লির হিংসার অতিরিক্ত চার্জশিটে রাখা হল জেএনইউয়ের প্রাক্তন ছত্রনেতা উমর খালিদ, আইআইটির প্রাক্তন লেকচারার শার্জিল ইমামের নাম। চার্জশিটে বলে হয়েছে দিল্লির ওই হিংসার পেছনে ওই দুজনের মধ্যে একটা বোঝাপড়া ছিল। বুধবার ওই চার্জশিট আদালতে পেশ করা হয়।  

2/5

চার্জশিটে দাবি করা হয়েছে খালিদ ও ইমাম অত্যন্ত কৌশলে সংখ্যালঘুদের মনে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন। শার্জিল ইমামের ধর্মীয় ভাবাবেগ সাধারণ সংখ্যালঘুদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন উমর খালিদ।

3/5

দিল্লি হিংসায় জড়িতদের আচরণ অত্যন্ত হিংস্র ছিল। সাধারণ নিরাপরাধ মানুষকে নির্দিধায় টার্গেট করা হয়েছে। অভিযুক্তদের অপরাধ অত্যন্ত জঘন্য ও গুরুতর। এদের আচরণ মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

4/5

চার্জশিটে দাবি করা হয়েছে, অভিযুক্তরা সেদিন দেশের আইন-শৃঙ্খলাকে পঙ্গু করে দিয়েছিল। এই কাজ করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে।

5/5

দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এলাকায় যে হিংসা ছড়ানো হয়েছিল তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ যাদের ঘর চলে দৈনিক আয়ের ওপরে নির্ভর করে। এই ধরেনর অপরাধ শুধুমাত্র আইনের চেখেই ঘৃণ্য নয় নীতিগত দিক দিয়েই জঘন্য।