যুদ্ধে রক্তাক্ত রাশিয়াও, মৃত একাধিক সেনা-ধ্বংস শতাধিক ট্যাঙ্ক, দাবি ইউক্রেনের

Feb 26, 2022, 18:19 PM IST
1/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবহ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ। কিভ-সহ আরও বেশ কয়েকটি এলাকা সামরিকভাবে দখল করেছে রাশিয়া এমনটাই দাবি। তবে পিছপা হয়নি ইউক্রেনও। তাঁরা জানিয়েছে যে দুই দেশের এই যুদ্ধে রাশিয়ারও বিপুল সেনা নিহত হয়েছে।   

2/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন যে এই যুদ্ধে রাশিয়ার ১৪টি এয়ারক্র্যাফট, আটটি হেলিকপ্টার, ১০২টি ট্যাঙ্ক এবং ৫৩৬টি অস্ত্রভর্তি যান নষ্ট হয়েছে।

3/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

প্রেসিডেন্ট জেলেনস্কি সরকারের প্রধান উপদেষ্টা ম্যখাইলো পোডোলিয়াক ইউক্রেন সংবাদমাধ্যমকে বলেছেন দুই দেশের যুদ্ধে ইউক্রেন সেনারা প্রায় ৩৫০০ জন রুশ সেনাকে হত্যা করেছে এবং ২০০ জনকে কারাগারে নিক্ষেপ করেছে।

4/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

সহজেই যে নিজের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবেন না, তা আগেই জানিয়েছিলেন জেলেনস্কি। তাই সর্বশক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।   

5/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

এদিকে একাধিক প্রশাসনিক ভবনের দখল নিয়েছে রুশ সেনা। প্রতিরোধ ভেঙে রাজধানী কিভেও ঢুকে পড়েছে পুতিনের বাহিনী। প্রেসিডেন্টের অফিস সহ একাধিক এলাকা, আকাশপথ, সড়কপথে বোমা নিক্ষেপ করে চলেছে তাঁরা।

6/6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia-Ukraine War

তবে সেনামৃত্যু নিয়ে এখনও রাশিয়ার তরফে সরকারি হিসেব দেওয়া হয়নি। ইউক্রেনের এই দাবি নিয়েও এখনও মুখ খোলেনি পুতিন সরকার।