Zelenskyy and Wife Posing for Vogue: যুদ্ধের দিনগুলিতে প্রেম, সস্ত্রীক জেলেনস্কি ভোগ কভারে

রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো নাকি তখন বেহালা বাজাচ্ছিলেন! এ নিয়ে যুগে যুগে কম বিতর্ক হয়নি। নিরোর কম সমালোচনা হয়নি। কিন্তু সে না হয়, ইতিহাসের সামগ্রী। সদ্য যা ঘটল, তা নিয়েও আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্ক কম হয়নি। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনে ভরা যুদ্ধের আসরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলনিস্কি সস্ত্রীক 'ভোগ' পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশ্যুট করলেন।   

| Jul 27, 2022, 20:20 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো নাকি তখন বেহালা বাজাচ্ছিলেন! এ নিয়ে যুগে যুগে কম বিতর্ক হয়নি। নিরোর কম সমালোচনা হয়নি। কিন্তু সে না হয়, ইতিহাসের সামগ্রী। সদ্য যা ঘটল, তা নিয়েও আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্ক কম হয়নি। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনে ভরা যুদ্ধের আসরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলনস্কি সস্ত্রীক 'ভোগ' পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশ্যুট করলেন। যুদ্ধের দিনগুলিতে ছবি? নাকি যুদ্ধের দিনগুলিতে প্রেম!

 

1/6

বন্দুকের বিপরীতে

যুদ্ধ শুরুর প্রথমার্ধে জেলেনস্কিকে দেখা গিয়েছিল সেনার পোশাক পরে বন্দুক হাতে মাঠে নেমে পড়েছিলেম। সেই ছবি গোটা দুনিয়ায় তারিফ কুড়িয়েছিল। দাঁতে দাঁত চেপে লড়াই করা ইউক্রেনীয়দের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল জেলেনস্কির সেই আচরণ।   

2/6

নতুন ভূমিকায়!

তারপর কেটে গিয়েছে বেশ কিছু মাস। এখনও ইউক্রেন লড়ছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু এবার প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখা গেল নতুন ভূমিকায়। একটি ফ্যাশন পত্রিকার জন্য স্ত্রীকে নিয়ে ছবি তুলছেন তিনি!

3/6

আনন্দিত ইউক্রেন ফার্স্ট লেডি

ছবিগুলি নিজের সোশ্যালমিডিয়ার অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইউক্রেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। তবে একটা প্রশ্ন উঠছে, তা হলে কি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন জেলেনস্কি?

4/6

নিন্দার চোখে?

দু'রকম ভাবে বিষয়টিকে দেখা হচ্ছে। দেশ যখন নানা কারণে বিপর্যস্ত, যুদ্ধক্ষেত্রে মরছে দেশের সৈন্যেরা, তখন সেই দেশের প্রেসিডেন্ট স্ত্রীকে পাশে নিয়ে ডিজিটাল পত্রিকার জন্য ছবি তুলছেন, এটাকে কেউ কেউ নিন্দার চোখে দেখছেন।   

5/6

প্রশংসার, সাহসিকতার

কেউ বলছেন, দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এর দারুণ উপযোগিতা। তাঁরা চট করে দেশের প্রেসিডেন্টের সঙ্গে একাত্ম হয়ে পড়বেন। উৎসাহিত হবেন। দেশের উপর বহিঃশত্রুর আক্রমণের মধ্যেও যে তিনি এরকম মানসিক সুস্থতা ও স্থৈর্য দেখাচ্ছেন, সেটা একহিসেবে প্রশংসারই। খুবই সাহসিকতার ব্যাপার এটা।

6/6

ঠেকিয়ে রাখতে সক্ষম ইউক্রেন

গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। নানা দিক থেকে রাশিয়ার তুলনায় পিছিয়ে থাকা সত্ত্বেও সুপার পাওয়ার রাশিয়াকে এখনও পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে ইউক্রেন।