"রোজ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, সাফল্যের খতিয়ান দিচ্ছেন?" 'চিনের' সাংবাদিকের প্রশ্নে 'পালালেন' ট্রাম্প
1/6
2/6
মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ, মৃত ৮০ হাজার। তবে, প্রতিদিনের মত এদিন সাংবাদিক সম্মেলনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের 'সাফল্য' ব্যাখ্যা করছিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস-এর ওয়েইজিয়া জিয়াং তখন প্রশ্ন করেন, "যেখানে এখনও প্রতিদিন মার্কিন নাগরিকরা প্রাণ হারাচ্ছেন, সেখানে এমন বিশ্বের কাছে প্রতিযোগিতা হিসাবে সাফল্য দেখিয়ে লাভ কী?
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
সোশ্যাল মিডিয়ায় অনেক মার্কিন নাগরিক ওয়েইজিয়ার সমর্থন করেছেন। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে #StandWithWeijiaJiang. যেখানে এত বেশি মানুষ এখনও প্রাণ হারাচ্ছেন সেখানে ট্রাম্প কী করে সাফল্যের খতিয়ান দেন সেই নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। প্রসঙ্গত, এর আগেও সিবিএস-এর হোয়াইট হাউজ প্রতিনিধি ওয়েইজিয়া জিয়াং-এর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ট্রাম্প।
photos