সর্দার প্যাটেলের মূর্তির আবরণ উন্মোচনের বিরুদ্ধে আন্দোলনে ৭৫,০০০ আদিবাসী

Oct 20, 2018, 16:44 PM IST
1/5

S 5

S 5

আগামী ৩১ অক্টোবর গুজরাটের নর্মদা জেলায় সর্দার প্যাটেলের স্ট্যাচু অব ইউনিটি-র আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মূহুর্তের কাজ। এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

2/5

S 4

S 4

এদিকে সর্দার প্যাটেলের মূর্তির আবরণ উন্মাচনের বিরুদ্ধে জোট বাঁধছেন এলাকার আদিবাসীরা। এলাকার আদিবাসী সংগঠনগুলির দাবি, ওই মূর্তির তৈরির ফলে পরক্ষে ক্ষতিগ্রস্থ ৭৫,০০০ আদিবাসী।

3/5

S 3

S 3

আদিবাসী নেতা ড. প্রফুল্ল ভাসাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্যাটেলের মূর্তির আবরণ উন্মাচনের দিন এলাকার ৭২টি গ্রামে আদিবাসীদের বাড়িতে কোনও রান্না হবে না। এই এলাকার আদিবাসীদের ধ্বংস করার জন্যই ওই মূর্তি স্থাপন করা হচ্ছে।

4/5

S 2

S 2

ভাসাবা সংবাদসংস্থাকে জানিয়েছেন, সরকার আমাদের অধিকার হরণ করেছে। সর্দাপ প্যাটেলের বিরুদ্ধে বলার কিছু নেই। এলাকার উন্নয়ন হোক। এর বিরোধিতা করছি না। কিন্তু সরকারের উন্নয়নের পদ্ধতি আদিবাসীদের বিরুদ্ধে।

5/5

s 1

s 1

আদিবাসী নেতার কথা অনুযায়ী, উত্তর গুজরাটের বংশকাঁথা জেলা থেকে দক্ষিণের ডাঙ পর্যন্ত ৯ আদিবাসী অধ্যুষিত জেলা এই বিক্ষোভে সঙ্গে রয়েছে। এদিন ওইসব এলাকায় বনধ পালন করা হবে। প্যাটেলের মূর্তি স্থাপনের ফলে এলাকা ৭২টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে সবচেয়ে ক্ষতগ্রস্থ ৩২টি গ্রাম। ১৯টি গ্রামের পুর্নবাসনের কাজ শেষ হয়নি।