1/8
Pic8
2/8
Pic7
photos
TRENDING NOW
3/8
Pic6
এই 'কেন'র উত্তরে বিজেপি কর্মীরা বলছেন, ভুল হয়ে গেছে বিলকুল। হ্যাঁ, নির্বাচনের গোর গোড়ায় দাঁড়ানো কর্ণাটকে এখন এটাই প্রধান সমস্যা বিজেপি-র। যত দিন গড়াচ্ছে, ততই যেন গেরুয়া শিবিরের ভুলের ফিরিস্তি বেড়ে চলেছে। আর এবার তো স্বয়ং নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু ঠিক ভুল হয়েছে?
4/8
Pic5
যা জানা যাচ্ছে তাতে আসল গোলটা পেকেছে অনুবাদ করতে গিয়েই। গুজরাটি অমিত শাহ জাতীয় রাজনীতির মঞ্চে বড় আসনে আসতে গিয়ে হিন্দি ভাষাটা মোটামুটি ভালই রপ্ত করে নিয়েছেন। কিন্তু, তা বলে তো আর কন্নড় শেখেননি। অথচ, কর্ণাটকে দলীয় প্রচারে কন্নড় ভাষাতে বক্তৃতা রাখাই শ্রেয়। কারণ, রাজ্যের আম জনতা এতে যে বেশী একাত্ম বোধ করেন, সে কথা ভাল ভাবেই জানা রয়েছে দুঁদে রাজনীতিক অমিত শাহর। আর তাই প্রয়োজন পড়ে অনুবাদকের। গণ্ডগোলটা পেকেছে এখানেই...
5/8
Pic4
অমিত শাহ আদপে চালকেরার সভায় বলতে চেয়েছিলেন, "সিদ্দারামাইয়া সরকার কর্ণাটকের উন্নয়ন করতে পারবে না। আপনারা মোদীর উপর ভরসা রেখে, দয়া করে তাঁর দলকে ভোট দিন। আমরা কর্ণাটককে দেশের সেরা রাজ্যে রূপান্তরিত করব"। কিন্তু অনুবাদক প্রল্হাদ যোশীর ভুলে বিজেপি সভাপতির এই বক্তব্য সম্পূর্ণ বিপরীতার্থক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, এমন মারাত্মক ভুল করার পর সেই অনুবাদকের কী হল?
6/8
Pic3
7/8
Pic2
অমিত শাহ এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "বি এস ইয়েদুরাপ্পা দুর্নীতিগ্রস্থ"! খোদ কেন্দ্রীয় বিজেপি সভাপতির মুখে তাঁরই দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামে এমন কথা শুনে তো চক্ষু চড়ক গাছ সাংবাদিকদের। পরে বোঝা যায়, সিদ্দারামাইয়াকে দুর্নীতিগ্রস্থ বলতে গিয়ে সভাপতির ভুল হয়ে গেছে বিলকুল...কিন্তু কেন এমন চরম ভুল বারবার হচ্ছে?
8/8
Pic1
মনোবিজ্ঞান বলে, মানসিক চাপ থেকেই ভুল হয়। এদিকে, কর্ণাটক নির্বাচন বিজেপির কাছে বড় রকমের সম্মানের লড়াই। এক সময় পদ্ম শিবিরের ঝুলিতে থাকা এই রাজ্যের শাসন ভার ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তাই কর্ণাটকটা ভীষণভাবে ফিরে পেতে চাইছে মোদী-শাহ জুটি। অন্যদিকে, আবার দক্ষিণের একমাত্র বড় রাজ্য হিসাবে কর্ণাটকেই কেবল ক্ষমতায় রয়েছে রাহুল গান্ধীর দল। তাই, কংগ্রেসমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই রাজ্য এখন বিজেপির পাখির চোখ।
photos