1/5
2/5
ত্রমিলা অভিনীত নানান ধারাবাহিকের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ 'মোহিনী', 'প্রতি চুয়ান্ন মিনিটে', 'প্রতীক্ষা একটু ভালোবাসার', 'একক দশক শতক', 'পৌষ ফাগুনের পালা', 'সুবর্ণ গোলক', 'অলৌকিক', 'হাসতে মানা', 'অনন্যা', 'সোনার হরিণ', 'ঘেঁটে ঘ', 'রাজযোটক', 'আজ আড়ি কাল ভাব', 'ময়ূরপঙ্খী', 'মোহর', 'পটল কুমার গানওয়ালা', 'জয় কালি কলকাত্তাওয়ালী', 'জিয়ন কাঠি', 'মোমপালক', 'মৌ-এর বাড়ি' সহ রয়েছে আরও অনেক অনেক ধারাবাহিক।হইচই-এর হ্যালো এবং হ্যালো-২ ওয়েবসিরিজে দেখা গেছে তাঁকে।
photos
TRENDING NOW
4/5
5/5
ত্রমিলা ভট্টাচার্য কীভাবে এই চরিত্রের প্রস্তাব পেলেন? সেবিষয়ে ত্রমিলা জানান, 'লেখিকা সাহানা দত্তই তাকে ফোন করেন এই চরিত্রটির ব্যাপারে'। এছাড়াও তিনি জানান 'বেশ ভালো লাগছে পয়মন্তীর চরিত্রে অভিনয় করতে পেরে। আসলে আমরা অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্ন লেখকের চরিত্রে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করতে করতে প্রতিদিনই নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, আর সেটাই আমাদের পাওনা। শেষ অবধি চেষ্টা করব যাতে দর্শকদের কাছে এই চরিত্রটিও মনোগ্রাহী করে তুলতে পারি'।
photos