মারাত্মকভাবে বাড়ছে সংক্রমণ, নাগপুরের পর আকোলায় জারি lockdown

Mar 12, 2021, 13:24 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের আকোলাকে পূর্ণ লকডাউন ঘোষণা করল স্থানীয় প্রশাসন। আজ সন্ধে  ১৫ মার্চ সন্ধে ৮ টা থেকে  লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিন চলবে লকডাউন সে বিষয়ে জানা যায়নি। 

2/7

নাগপুরের পর অকোলায় লকডাউন প্রমাণ করছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিতে চলেছে। মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে পূর্ণ লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 

3/7

সেই মোতাবেক নাগপুরের পর অকোলায় ঘোষিত হল পূর্ণ লকডাউন। 

4/7

১৫ মার্চ সকাল ৮ টা পর্যন্ত চলবে লকাডাউন। 

5/7

প্রসঙ্গত, এক সপ্তাহের জন্য বন্ধ  করা হল মহারাষ্ট্রের নাগপুর শহর। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬ শতাংশ।  জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে গোটা শহরই। 

6/7

১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত নাগপুরে চলবে লকডাউন। 

7/7