Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Dec 28, 2021, 23:04 PM IST
1/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক দিনের। হাওড়াগামী দুন এক্সপ্রেস ( Howrah bound Doon Express) থেকে ফের উদ্ধার হল কচ্ছপ। এবার ব্যান্ডেল (Bandel) স্টেশনে। পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি (GRP)। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে (UP)।

2/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

হাওড়াগামী দুন এক্সপ্রেসে বস্তাবন্দি ১০০ কচ্ছপ! ব্যান্ডেল স্টেশনে নামতেই অভিযুক্তকে পাকড়াও করল জিআরপি। উদ্ধার করা হল কচ্ছপগুলিকে।

3/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

ধৃতের নাম বাবুলাল কাঞ্জার। বাড়ি, উত্তরপ্রদেশের আমেঠিতে। দুন এক্সপ্রেস করে তিনি যে কচ্ছপ নিয়ে আসছেন, গোপন সূ্ত্রে সে খবর পেয়েছিল পুলিস।

4/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

এদিন সকালে নির্দিষ্ট সময়েই ব্যান্ডেল স্টেশনে পৌঁছয় হাওড়াগামী দুন এক্সপ্রেস। ট্রেনের কামরায় তল্লাশি শুরু করে জিআরপি।

5/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

এদিকে ততক্ষণে ট্রেন থেকে নেমে পড়েছেন বাবুলাল। হাতে একটি বস্তা নিয়ে ব্যান্ডেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তিনি।  

6/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

বাবুলালকে প্রথমে আটক করা হয়। বস্তা থেকে উদ্ধার হয় ১০০ কচ্ছপ। পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)।

7/7

Bandel: হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০০ কচ্ছপ, গ্রেফতার ১

Tortoise rescued from Howrah bound Doon Express at Bandel

এর আগে ২২ অক্টোবর ব্যান্ডেল স্টেশনে দুন এক্সপ্রেসেই কচ্ছপ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল মহিলা-সহ ৩ জন। উদ্ধার হয়েছিল বিরল প্রজাতির ১২৫টি কচ্ছপটি। এমনকী, চলতি মাসের ২৩ তারিখও শ্রীরামপুর স্টেশনে ৪২ কচ্ছপ-সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।