হট ড্রেসে আমার সঙ্গে দেখা কর! অভিনেত্রীকে কুপ্রস্তাব 'কাকা'র, অশ্লীল ছবি ভাইরালের হুমকি...

Feb 18, 2023, 12:07 PM IST
1/6

টেলি অভিনেত্রীকে কুপ্রস্তাব!

Tollywood Telly Actress Molestation

বরুণ সেনগুপ্ত: টেলি অভিনেত্রীকে কুপ্রস্তাব। কুপ্রস্তাবে রাজি না হলে অশ্লীল ছবি ভাইরালের হুমকি যুবকের। এই ঘটনায় বারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। 

2/6

অশ্লীল ছবি ভাইরালের হুমকি!

Tollywood Telly Actress Molestation

অভিযোগকারিণী রাজ্যের মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদিকাও। আতঙ্কিত টেলি অভিনেত্রীর অভিযোগ, কয়েকদিন ধরে হোয়াটস্যাপে তাঁকে কুপ্রস্তাব পাঠাচ্ছে এক যুবক। অভিযুক্তের নাম সঞ্জীব ঘোষ।

3/6

অভিযুক্ত সম্পর্কে 'কাকা'!

Tollywood Telly Actress Molestation

সম্পর্কে অভিযুক্ত ওই অভিনেত্রীর আত্মীয়। তাকে 'কাকা' বলে ডাকেন অভিনেত্রী। অভিযুক্ত পেশায় জিম ট্রেনার। 

4/6

হট ড্রেস পরে আমার সঙ্গে দেখা কর!

Tollywood Telly Actress Molestation

অভিযোগ, অভিযুক্ত অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠায়। তাঁকে বলে, 'হট ড্রেস পরে আমার সঙ্গে দেখা কর।' কুপ্রস্তাবে রাজি না হলে তারপরই অভিনেত্রীকে অশ্লীল ছবি ভাইরালের হুমকি দেয় সে।

5/6

অভিনেত্রীর বিকৃত অশ্লীল ছবি!

Tollywood Telly Actress Molestation

অভিনেত্রী ফোন নম্বরটি ব্লক করে দিলে পরে আবার অন্য নম্বর থেকে তাঁকে কুপ্রস্তাব পাঠায়। অভিনেত্রীর বিকৃত অশ্লীল ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।

6/6

জীবন 'নষ্ট' করেছে 'কাকা'!

Tollywood Telly Actress Molestation

অভিনেত্রীর দাবি, পারিবারিক সম্মানের কথা ভেবে এতদিন মুখ বন্ধ রেখেছিলেন তিনি। কিন্ত তাঁর ওই 'কাকা' অনেক মেয়ের জীবন 'নষ্ট' করেছে!