সিপিএমের অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ, ভাঙতে পারে বামফ্রন্ট

Feb 21, 2019, 13:07 PM IST
1/6

২০১৯এ বাংলায় সিপিএম-কংগ্রেস জোট? রাজনৈতিক মহলে এই জল্পনা এখন তুঙ্গে। কী বলছে সিপিএম নেতৃত্ব?

2/6

বামনেতা ক্ষিতি গোস্বামীর কথায়, “বাংলায় কংগ্রেসের হাত ধরার প্রয়োজন নেই। আমরা বামফ্রন্ট গত  ভাবেই  লড়তে  আগ্রহী।”

3/6

অন্যদিকে, সিপিআই স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আমাদের  তিনটি  আসন ছাড়বনা। কংগ্রেসকে বামফ্রন্টের  সঙ্গে বৈঠক করতে হবে। একা সিপিএমের সঙ্গে নয়।”

4/6

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে ২০১৯ এর লোকসভা ভোটে কী অবস্থানই বা হওয়া উচিত রাজ্য সিপিএমের? তা নিয়ে বাম অন্দরেই জল্পনা।

5/6

লোকসভা ভোটে রাজ্য দল কৌশলগত বা বাস্তবচিত কোন পথে হাঁটবে, তা ঠিক করতে বৃহস্পতিবার বিকাল চারটেয় বামফ্রন্টের বৈঠক।

6/6

চার বাম দল জোট নিয়ে এদিনের বৈঠকে আলিমুদ্দিনে আলোচনায় বসবে।