Metro Services On Kalipuja: কালীপুজোর রাতে বিশেষ কালীদর্শনে যাঁরা কালীঘাট বা দক্ষিণেশ্বর যাবেন, তাঁদের জন্য দারুণ সুখবর...
Metro To Run Special Services On Kalipuja: এই শহরেই রয়েছে অসংখ্য বিখ্যাত কালীমন্দির। কালীপুজোর দিন ভক্তেরা গোটা শহর ঘুরে বেড়ান। কেউ যান এই সব মন্দিরে, কেউ ঘোরেন বারোয়ারি পুজো। তবে সবচেয়ে বড় কথা এই শহরের একদিকে রয়েছে দক্ষিণেশ্বর, অন্যদিকে কালীঘাট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলি বড় উৎসব। বাঙালি থেকে অবাঙালি সবাই মেতে ওঠেন এই পুজোয়। কলকাতা শহরও কালীপুজো নিয়ে খুব উজ্জীবিত থাকে। এই শহরেই রয়েছে অসংখ্য বিখ্যাত কালীমন্দির। কালীপুজোর দিন ভক্তেরা গোটা শহর ঘুরে বেড়ান। কেউ যান এই সব মন্দিরে, কেউ ঘোরেন বারোয়ারি পুজো। তবে সবচেয়ে বড় কথা এই শহরের একদিকে রয়েছে দক্ষিণেশ্বর, অন্যদিকে কালীঘাট। শ্য়ামাপুজোর দিন এই দুই তীর্থে প্রচুর মানুষ ভিড় জমান। সব মিলিয়ে এদিন এ শহরে প্রচুর মানুষ যাতায়াত করেন। এটা মাথায় থাকে কলকাতা মেট্রোরও। তাই এ বছর কলকাতা মেট্রো দীপাবলিতে স্পেশাল সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করল। আজ মঙ্গলবার মেট্রো রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার কৌশিক মিত্র এই ঘোষণা করেন। মেট্রো রেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। (তথ্য: শ্রেয়সী গঙ্গোপাধ্যায়)