Madan Mitra At Sonagachi: পদ্ম পছন্দ নয়! নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী বন্দনায় মদন মিত্র

সোনাগাছিতে 'শিক্ষাকতা'র প্রতিশ্রতি মদন মিত্রর

Feb 03, 2022, 20:49 PM IST
1/6

অনুগামীদের প্রিয় 'মদন দা'

Madan Mitra

নিজস্ব প্রতিবেদন: বিধায়ক হিসেবে সর্বদা মানুষের পাশে দাঁড়ান। প্রায় প্রত্যেক দিনই খবরে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব সক্রিয়। গরমা-গরম বক্তব্যই হোক কিংবা গান, সর্বদা তিনি লাইম লাইটে থাকেন। তিনি মদন মিত্র (Madan Mitra)। অনুগামীদের প্রিয় 'মদন দা'। 

2/6

ফের লাইম লাইটে কামারহাটির বিধায়ক

Madan Mitra at Lime light

শনিবার সরস্বতী পুজো (Saraswati Puja 2022) । তার আগে ফের লাইম লাইটে কামারহাটির বিধায়ক। বৃহস্পতিবার সোনাগাছিতে গিয়ে নিজের রক্ত দিয়ে বাগদেবীর বন্দনা করলেন মদন মিত্র (Madan Mitra)। 

3/6

বীণাপাণির পায়ে মদনের 'রক্ত-পুষ্প'

Madan offers blood to Saraswati Devi

এদিন সোনাগাছিতে দিয়ে নিজের রক্ত ফুলে লাগিয়ে তা বীণাপাণির পায়ে নিবেদন করেন তৃণমূল (TMC) বিধায়ক। 

4/6

'মদন-বাণী'

What said Madan

বাগদেবীর কাছে মদন মিত্রের (Madan Mitra) প্রার্থনা, "ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা।" 

5/6

'পাড়ায় শিক্ষালয়'-এ মদনের শিক্ষাকতা

Teacher Madan

এমনকী বিধায়কের প্রতিশ্রুতি, সোনাগাছিতে 'পাড়ায় শিক্ষালয়' হলে তিনি সেখানে শিক্ষাকতা করবেন। সোনাগাছির শিশুদের এক ঘন্টা পড়াবেন তিনি।

6/6

'অভিযোগের পরোয়া করি না'

Don't Care: Madan

'পদ্ম সম্মান' নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি পদ্মফুল ছিঁড়ে ফেলেন মদন মিত্র  (Madan Mitra)। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি (BJP)। এই বিষয়ে বৃহস্পতিবার মদন মিত্র (Madan Mitra) জানান, কোনও অভিযোগের পরোয়া করেন না।  পদ্ম নয় রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করবেন।