মার্কিন নাগরিক খালি কেন প্রচারে? বিজেপিকে প্যাঁচে ফেলল তৃণমূল

Apr 28, 2019, 11:23 AM IST
1/7

বিজেপির 'দানেই' এবার বিজেপিকে বেকায়দায় ফেলল তৃণমূল।

2/7

দ্যা গ্রেট খালিকে নিয়ে প্রচার করায়, বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।

3/7

উল্লেখ্য, দ্যা গ্রেট খালিকে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিতে যান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রাক্তন WWE চ্যাম্পিয়নকে দেখার জন্য রাস্তায় উপছে পড়ে ভিড়।  

4/7

রোড শো-তে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যায় দ্যা গ্রেট খালিকে। দুর্নীতিগ্রস্তদের ছুঁড়ে ফেলার হুমকি দেন খালি।

5/7

এখন তৃণমূলের অভিযোগ, খালির আমেরিকার নাগরিকত্ব আছে। একজন মার্কিন নাগরিক হয়ে দ্যা গ্রেট খালি কী করে বিজেপি প্রচারে অংশগ্রহণ করল? এই মর্মেই কমিশনকে আইনি চিঠি  দিয়েছে তৃণমূল। একই অভিযোগে নালিশ জানিয়েছে কংগ্রেসও।

6/7

প্রসঙ্গত, ভারতে জন্মগ্রহণ করলেও ২০১৪-র ২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজটনের নাগরিকত্ব গ্রহণ করেন দ্যা গ্রেট খালি।

7/7

উল্লেখ্য, বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নূর তৃণমূলের প্রচারে অংশগ্রহণ করায়, কমিশনে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই ঘটনায় তত্ক্ষণাত্ ফিরদৌস ও গাজি নূরকে ভারত ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।