জলে জাল পড়েনি অনেকদিন! এবার ঝাঁকে ঝাঁকে ইলিশের আশায় সাগরে মত্সজীবীরা

Jul 24, 2020, 18:35 PM IST
1/5

এবার করোনা পরিস্থিতির জন্য অনেকদি সাগরের জলে জাল পড়েনি। তাই এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। এই আশাতেই বাংলাদেশের বহু মত্সজীবী সাগরে জাল ফেলতে রওনা দিয়েছেন। 

2/5

জানা যাচ্ছে, প্রায় একশো দিন পর বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনেক মত্সজীবী সাগরে মাছ ধরতে গেলেন। ফিসারিঘাট, মাঝিরঘাট, চাক্তাই, ফিরিঙ্গিবাজার, কাট্টলী আর জেলার সীতাকুণ্ড ও আনোয়ারা উপকূলে মাছ ধরার জন্য ট্রলার ছেড়েছেন মত্সজীবীরা।

3/5

বছরের একটা সময় ইলিস ধরায় নিষেধাজ্ঞা থাকে। সেই সময় ইলিশের প্রজননের মরশুম। সেই মরশুম ছাড়া এবার করোনা পরিস্থিতর জন্যও দীর্ঘদিন মাছ ধরতে সাগরে যেতে পারেননি বাংলাদেশের মত্সজীবীরা। ২০ মে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের প্রশাসন। কিন্তু করোনার জেরে তার অনেক আগে থেকেই মাছ ধরা বন্ধ। 

4/5

গত বৃহস্পতিবার ইলিশ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। আর তাই এবার সাগরে পাড়ি দিয়েছেন মত্সজীবীরা। চাল, ডাল, তেল, সবজি, জাল মেরামত করার সরঞ্জাম ও বাদ বাকি প্রয়োজনীয় উপকরণ নিয়ে রওনা দিয়েছেন মত্সজীবীরা। অনেকেই জানিয়েছেন, এবার অন্তত দিন দশেক তাঁরা সাগরে মাছ ধরবেন। মাঝে বাড়ি ফিরে আবার যাবেন সাগরে। অনেকদিন জলে জাল পড়েনি। ফলে এবার ইলিশ বড় হওয়ার সময় পেয়েছে।

5/5

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছ, চাঁদপুর উপকূলের দিকে এক কেজি বা তার থেকে বেশি বড় সাইজ-এর ইলিশ ধরা পড়ছে। যদিও ভারতে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করেছে। গত বছর অবশ্য পুজোর সময় বাংলাদেশের সরকার কলকাতায় উপহার হিসাবে ইলিশ পাঠিয়েছিল।