1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
আমের মালপোয়া বাঙালি মানেই প্রত্যেকের বাড়িতেই কম বেশি মালপোয়া হয়, আর সেই মালপোয়া যদি আমের হয়, তাহলে তো কোনও কথাই নেই, প্রথমে চিনি আর জল দিয়ে কম আঁচে চিনির রস তৈরি করে তাতে এক চাচামচ দুধ দিতে হবে। এরপর শুকনো পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোটো এলাচের গুঁড়ো, দুধ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে মালপোয়া বানানোর মতোনই, কড়ায় ঘি দিয়ে ভেজে আগে থেকে বানান রসে ডোবালেই তৈরি আমের মালপোয়া।
photos