কেমন দেখতে হবে রাম মন্দির? দেখুন প্রস্তাবিত নকশার থ্রি-ডি মডেল
Aug 04, 2020, 16:56 PM IST
1/6
কর্তৃপক্ষের দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নকশা তৈরির কাজও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ১৯৯০ সাল থেকেই। তবে, মন্দিরের কাজ ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেক্টের দৃষ্টিভঙ্গি থেকে যে বেশ চ্যালেঞ্জিং তা বলাই যায়।
2/6
মন্দির তৈরি করতে ১ লক্ষ কিউবিক মিটার গোলাপি পাথর আনা হয়েছে৷ আরও ২ লক্ষ কিউবিক মিটার পাথর আনা হবে৷
photos
TRENDING NOW
3/6
মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার ওপর। তাঁদের পারিবারিক সংস্থা মন্দিরের নকশা তৈরি করেছে।
4/6
রাজস্থানের গোলাপি পাথর কেটে তৈরি হবে মন্দির। এর জন্য প্রয়োজন এই কাজে দক্ষ কারিগড় যা আজকের দিনে বেশ অপ্রতুল৷ গুজরাত ও রাজস্থানের ২৫০ কারিগরকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁরাই তৈরি করবেন মন্দির৷
5/6
৪২ মাসের মধ্যে মন্দির নির্মাণ শেষ করতে চায় রামমন্দির ট্রাস্ট। সময় যে একদমই বেশি নয় তা বলাই বাহুল্য। কিন্তু মন্দিরের মূল ভিত্তির কাজ ও বেশ কিছু নকশার কাজ বহু আগে থেকেই শুরু হয়েছে। তাই সেক্ষেত্রে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
6/6
খুবই দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার পরিকল্পনা।