১ এপ্রিল থেকে দামি হচ্ছে এক ঝাঁক নিত্য প্রয়োজনীয় জিনিস
Mar 31, 2018, 17:15 PM IST
1/10
S 10
১ এপ্রিল থেকে বেশকিছু জিনিসের জন্য আপনাকে বেশি টাকা গুণতে হবে। এবার সাধারণ বাজেট পেশের সময় একথা জানিয়েই দিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওইসব পণ্যের অধিকাংশই আমদানি করা ইলেট্রনিক্স জিনিস।
2/10
S 9
জেটলির ঘোষণা ছিল মোবাইল ফোনের উপরে আমদানি শুল্ক বাড়বে ১৫-২০ শতাংশ। মোবাইল ও টিভির কিছু যন্ত্রাংশের উপরেও ১৫ শতাংশ আমদানি শুল্ক বাড়বে। এছাড়াও নিত্য ব্যবহার্য ঘরোয়া জিনিসের দাম বাড়ছে।
photos
TRENDING NOW
3/10
S 8
দাম বাড়ছে গাড়ি ও বাইকের। দামি হচ্ছে ট্রাক, বাস ও রেডিয়াল টায়ারের। ট্রাই সাইকেল, স্কুটার, প্যাডেল কার, চাকাযুক্ত গাড়ি, পুতুলের জন্যও বেশি টাকা খরচ করতে হবে এবার।
4/10
S 7
আমদানি শুল্ক বাড়ানোর ফলে দাম বাড়ছে মোবাইলের। এছাড়াও মোবাইলের যন্ত্রাংশের উপরেও আমদানি শুল্ক বাড়ার ফলে মোবাইল ব্যবহারকারী আম জনতার উপরে তার চাপ স্বাভাবিক ভাবেই পড়বে।
5/10
S 6
দাম বাড়ছে সোনা ও রুপোর। হিরের গহনা ও গ্রহরত্নের উপর শুল্ক ২.৫ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হচ্ছে। ইমিটেশনের গহনার উপরে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ফলে প্রায় সব রকম গহনাই দামি হচ্ছে।
6/10
S 5
সবজি, প্যাকেটজাত ফলের রসের দামও বাড়ছে। কমলার জুসের উপরে ৩০ শতাংশ কর বাড়িয়ে ৩৫ শতাংশ করা হচ্ছে।
7/10
S 4
সানগ্রাস, সানক্রিম, পারফিউম, ম্যানিকিয়োর, পেডিকিয়োর ১লা এপ্রিল থেকে আরও দামি হতে চলেছে।
8/10
S 3
সেভিং ক্রিম, আফটার সেভ লোশন, টুথ পেস্ট, টুথ পাউডারও দামি হতে পারে।
9/10
S 2
এলসিডি, এলইডি টিভি প্যানেলের দাম বাড়ছে।
10/10
S 1
ফুটওয়্যার, ফার্নিচার, ল্যাম্প, ডোরম্যাট, পকেটওয়াচও দামি হচ্ছে।