১৩ বছর আগে দিদির বিয়েতে রণবীর, ভাইরাল কিছু অদেখা ছবি...

Jan 26, 2019, 16:39 PM IST
1/8

২০০৬ সালের ২৫ জানুয়ারি বেস্ট ফ্রেন্ড, দিল্লির শিল্পপতি ভারত সাহানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঋষি কাপুর-নীতু সিং কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর। শুক্রবার ছবি রণবীরের দিদি ঋদ্ধিমার ১৩ বছরের বিবাহবার্ষিকী। নিজের বিবাহবার্ষিকীতে হাবি ভারতকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ঋদ্ধিমা। 

2/8

দিদি ঋদ্ধিমা কাপুরের সঙ্গে ভাই রণবীরের সম্পর্কটা বেশ ভালো। ঋদ্ধিমা বরাবরই বলে থাকেন তিনি ভাই হিসাবে রণবীরকে পেয়ে বেশ খুশি। নিজেকে একজন সুখী বোন হিসাবে দাবি করেন ঋদ্ধিমা কাপুর।  

3/8

শুধু দিদি ঋদ্ধিমাই নয়, ভাগ্নী সামাইরাকে রণবীরের ভীষণ কাছে। মাঝে মধ্যেই সামাইরার সঙ্গে তিনি কুস্তি লড়েন বলে জানিয়েছিলেন রণবীর। 

4/8

সামাইরার সঙ্গে দেখা করতে রণবীর দিল্লিতে যান মাঝে মধ্যেই।

5/8

ঋদ্ধিমার ১৩ বছরের বিবাহবার্ষিকীতে ভাইরাল হয়েছে ভারত সাহানির সঙ্গে ঋদ্ধিমার বিয়ের বেশ কিছু ছবি। 

6/8

ঋদ্ধিমার বিয়ের ছবিতে দেখা গেছে ভাই রণবীরকেও। 

7/8

নীতু সিং কাপুর জানিয়েছিলেন ঋদ্ধিমার বিয়ে হয়ে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন ঋষি কাপুর। বিয়ের পরও নাকি তিনি ঘন ঘন ফোন করতেন, আর মেয়ে ফোন না ধরলেই নাকি ভীষণ রেগে যেতেন তিনি।  নীতু সিং কাপুরের কথায় ঋষি কাপুর ভুলেই যেতেন যে তাঁর মেয়ের বিয়ে হয়েছে, তাঁরও একটা সংসার হয়েছে। 

8/8

ঋদ্ধিমা কাপুর পেশায় একজন জুয়েলারি ডিজাইনার, তিনি পারিবারিক পেশা হিসাবে অভিনয়কে বেছে নেননি।