ধনী ভারতীয়দের তালিকায় শীর্ষে মুকেশ, সেরা দশে কারা? কত টাকার মালিক?

ভারতে সম্পদের অসাম্য নিয়ে বারবার সরব হয়েছেন নীতি নির্ধারকরা। তবে অসাম্য কমছে না। মঙ্গলবার জানা গেল ভারতীয়দের সম্পত্তি ৩৪ গুণ অর্থাত্ ১০০০ কোটি টাকা বেড়েছে। 

Sep 25, 2018, 23:14 PM IST

ভারতে সম্পদের অসাম্য নিয়ে বারবার সরব হয়েছেন নীতি নির্ধারকরা। তবে অসাম্য কমছে না। মঙ্গলবার জানা গেল ভারতীয়দের সম্পত্তি ৩৪ গুণ অর্থাত্ ১০০০ কোটি টাকা বেড়েছে। 

1/10

মুকেশ অম্বানি

rich_10

৩,৭১,০০০ কোটি টাকার সম্পত্তি মুকেশ অম্বানির। বার্কলেস ও হুরুন ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী,  ধনী ভারতীয়দের তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন জিও-র মালিক।       

2/10

হিন্দুজা ভাই

rich_9

হিন্দুজা ভাইদের সম্পত্তির পরিমাণ ১,৫৯,০০০ কোটি। 

3/10

লক্ষ্মী মিত্তল

rich_8

১,১৪,৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক মিত্তল গ্রুপের লক্ষ্মী মিত্তলের। 

4/10

আজিম প্রেমজি

rich_7

৯৬,১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে আজিম প্রেমজির। 

5/10

দিলীপ সাঙ্ঘভি

rich_6

৮৯,৭০০ কোটি টাকার মালিক সান ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা ও এমডি দিলীপ সাঙ্ঘভি। 

6/10

উদয় কোটাক

rich_5

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদয় কোটাকের সম্পত্তির পরিমাণ ৭৮,৬০০ কোটি।   

7/10

সাইরাস পুনাওয়ালা

rich_4

সাইরাস পুনাওয়ালার সম্পত্তি ৭৩,০০০ কোটি।   

8/10

গৌতম আদানি

rich_3

৭১,২০০ কোটি টাকার মালিক গৌতম আদানি।   

9/10

সাইরাস মিস্ত্রি

rich_2

সাইরাস মিস্ত্রির মোট সম্পত্তি ৬৯,৪০০ কোটি।

10/10

পালোনজি মিস্ত্রি

rich_1

পালোনজি মিস্ত্রির মোট সম্পত্তি ৬৯,৪০০ কোটি।