মহাকাশে তৈরি হচ্ছে হোটেল! ক্রুজের চেয়েও কম খরচে ঘুরে আসা যাবে সেখানে

| Oct 23, 2019, 12:23 PM IST
1/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

মহাকাশে বিলাশবহুল হোটেল তৈরির কাজ শুরু হতে চলেছে। জানা গিয়েছে, অক্টোবর মাসেই শুরু হচ্ছে এই হোটেল তৈরির কাজ।

2/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

মার্কিন স্পেস ইঞ্জিনিয়ার এবং স্থপতি (architect) ওয়ার্নার ভন ব্রাউনের নামানুসারে এই হোটেলের নাম রাখা হয়েছে ‘দ্য ভন ব্রাউন স্টেশন’।

3/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

এই হোটেলের নকশা তৈরি করেছে গেটওয়ে ফাউন্ডেশন। গেটওয়ে ফাউন্ডেশনের দাবি, এই হোটেলের নকশা ১০০ শতাংশ পরিবেশবান্ধব।

4/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

২০২৭ সালের মধ্যে অতিথিদের জন্য এই হোটেল চালু করে দেওয়ার ভাবনা রয়েছে। বিলাশবহুল ক্রুজের মতো পৃথিবীর কক্ষপথে ঘুরবে চক্রাকার এই হোটেলটি।

5/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

জানা গিয়েছে, একসঙ্গে প্রায় ৪৫০ জন অতিথির থাকা-খাওয়া, আমোদ-প্রোমদের ব্যবস্থা করা হচ্ছে এই ‘দ্য ভন ব্রাউন স্টেশন’-এ।

6/6

দ্য ভন ব্রাউন স্টেশন

দ্য ভন ব্রাউন স্টেশন

অন্যান্য বিলাশবহুল হোটেলগুলির মতো এখানেও থাকছে রেস্তোরাঁ, বার, ভিলা, জিম— সব কিছুর ব্যবস্থাই রয়েছে। তবে ভাড়া বিলাশবহুল জাহাজের চেয়ে অনেকটাই কম রাখার কথা ভাবা হচ্ছে।