জলমগ্ন রাস্তায় লাল গাউনে ভাইরাল ছবি, সামনে এল 'মৎস্যকন্যা'র আসল গল্প

Oct 01, 2019, 18:45 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন : বন্যা বিধ্বস্ত বিহার। সেই বিহারের জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে ফটোশ্যুট তন্বীর। লাল রঙের গাউনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি।  

2/8

নেটিজেনরা তাঁকে বলছেন 'জলপরী'। কেউ সাধুবাদ দিচ্ছেন। কেউ কটাক্ষ করছেন। এবার সামনে এল সেই ফটোশ্যুটের ব্যাক স্টোরি বা বলা ভালো প্রেক্ষাপট।

3/8

এই ফটোশ্যুটের পরিকল্পনা করেছেন সৌরভ অনুরাজ নামে এক ফটোগ্রাফার। ফটোশ্যুটটির নাম দেওয়া হয়েছে, 'মারমেইড ইন ডিজাস্টার'। অর্থাৎ 'বিপর্যয়ে মৎস্যকন্যা।'

4/8

সৌরভ অনুরাজ জানিয়েছেন, পাটনার বন্যা পরিস্থিতিকে তুলে ধরতেই এই অভিনব ফটোশ্যুটের পরিকল্পনা করেন তাঁরা।

5/8

পাটনার জলমগ্ন রাস্তায় ছবি তোলেন পাটনা ফ্যাশন ডিজাইন কলেজের ছাত্রী অদিতি সিং।

6/8

বিহারে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।  

7/8

শিশু, মহিলা, অসুস্থ ব্যক্তি সহ এখনও পর্যন্ত ৮৬৭০ জনকে অন্যত্র সরিয়েছে নিয়ে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

8/8

পরিসংখ্যান বলছে, ১৯৯৪-এর পর এবারই বর্ষায় রেকর্ড বৃষ্টি হয়েছে দেশে। ভারতীয় মৌসম ভবনের কথায়, স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে এবার।