Weather Today: ভোরে আরাম, বেলায় গরম; বৃষ্টি নেই কলকাতার আকাশে

Mar 11, 2022, 08:02 AM IST
1/5

আবহাওয়া

weather

ভোরে আরামদায়ক আবহাওয়া থাকলেও বেলা বাড়লে বাড়বে গরম। আপাতত গোটা বাংলায় কোথাও ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

2/5

কলকাতার আবহাওয়া

weather in kolkata

ঝলমলে পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রী। স্বাভাবিক। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি শহরে।

3/5

দক্ষিনবঙ্গের আবহাওয়া

weather in south bengal

দক্ষিণবঙ্গে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে বাড়বে গরম। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে।

4/5

উত্তরবঙ্গের আবহাওয়া

North Bengal weather

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। সকালে ও সন্ধ্যায় বাতাসে হালকা শীতের আমেজ থাকবে ।

5/5

দেশের আবহাওয়া

weather in other states

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় আজ রাত পর্যন্ত তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে।