Diamonds and Gems: কমতে চলেছে হীরে-রত্নের দাম! কী বলছে বাজেট?

অর্থমন্ত্রী জানিয়েছেন, পালিশ করা হিরে রত্নের শুল্কে ৫ শতাংশ করে কমবে। 

| Feb 01, 2022, 18:26 PM IST

এ বছরের বাজেট পেশ হয়ে হয়েছে। বাজেটে নানা কোভিড-পর্বে সব ব্যবসারই সমস্যা হয়েছে। অর্থমন্ত্রী এবার ঝিমিয়ে পড়া হিরে-রত্ন বাজারটাও চাঙ্গা করার কথা বলেছেন। 

 

1/6

বাজেট পেশ

এ বছরের বাজেট পেশ হয়ে হয়েছে। বাজেটে কোভিড-পর্বে সব ব্যবসারই সমস্যা হয়েছে। সেই প্রেক্ষিতেই অর্থমন্ত্রী এবার ঝিমিয়ে পড়া হিরে-রত্ন বাজারটাও চাঙ্গা করার কথা বলেছেন।

2/6

আমদানি শুল্ক

পালিশ করা হিরে ও রত্নের দামের ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ কামনোর কথা ঘোষণা করলেন তিনি। আর আনকাট ডায়মন্ডের ক্ষেত্রে আমদানি শুল্ক একেবারে শূন্য হবে। 

3/6

ইমপোর্ট ডিউটি

এখন রত্নের ক্ষেত্রে ইমপোর্ট ডিউটি চলছে ৭.৫ শতাংশ। লোকসভায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী এ কথা ঘোষণা করেছেন। 

4/6

রত্নহার

সীতারামন আরও জানান যে, সরকার এবার থেকে ই-কমার্সের মাধ্যমেও যাতে হিরে-রত্ন-মণির রফতানি চালানো যেতে পারে সেটার ব্যবস্থা করবে। যেজন্য একটি 'সিমপ্লিফায়েড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক'ও তৈরি করা হবে।

5/6

হীরে-মানিক

কেন এরকম করা হচ্ছে? অর্থমন্ত্রী বলেছেন, পুরো বিষয়টিই করা হচ্ছে, এই সেক্টরকে চাঙ্গা করার জন্য। 

6/6

ইমিটেশন জুয়েলারি

ইমিটেশন জুয়েলারির ক্ষেত্রেও কাস্টম ডিউটি এমন করা হবে, যাত আমদানি কম হয়। নতুন যে ছাড় মিলতে চলেছে, তাতে প্রতি কিলোগ্রামের ক্ষেত্রে ৪০০ টাকা করে দিতে হবে।