Tokyo Olympics: খুলে গেল অ্যাথলিটদের জন্য গেমস ভিলেজ, কী থাকছে, কী থাকছে না

Jul 13, 2021, 18:49 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন- অ্যাথলিটদের জন্য মঙ্গলবার খুলে গেল টোকিও অলিম্পিকের ভিলেজ। প্রথম দল হিসাবে চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা প্রবেশ করেছেন ভিলেজে। ভারতীয় টিমের একাংশ ইতিমধ্যেই পৌঁছে গেছেন অলিম্পিক ভিলেজে। বাকিরা পৌঁছে যাবেন ১৭ জুলাই।

2/6

এবার কোভিড আবহে অলিম্পিক ভিলেজে নানা কড়াকড়ি।  ভিলেজে বিশেষ কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। টোকিওর হারুমি ওয়াটারফ্রন্ট জেলায় ৪৪ হেক্টর জমির উপরে তৈরি করা হয়েছে এই ভিলেজ। সাংবাদিকরা এবার যদিও এই ভিলেজে প্রবেশ করতে পারবেন না।  

3/6

তবে অন্যান্যবারের মতই সুসজ্জিত করা হয়েছে এই ভিলেজ।  ২১টি রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করা হয়েছে। প্রতিটি বারান্দা থেকে প্রতিটি দেশের জাতীয় পতাকা ঝোলানো হবে।

4/6

টোকিওর এই অলিম্পিক ভিলেজে ডাইনিং হল, ফিটনেস সেন্টার ছাড়াও থাকছে ডোপিং কন্ট্রোল সেন্টার। করোনা উপসর্গ ঠেকানোর জন্য একটি বিশেষ ফিভার ক্লিনিকের ব্যস্থা করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টার পলিমেরাস চেন রিয়্যাকশন টেস্ট করা হবে।  

5/6

এখানে জাপানি খাবারের পাশাপাশি ওয়েস্টার্ন ও এশিয়ান কুইজিনও সার্ভ করা হবে। এছাড়াও হালাল, ভেজিটেরিয়ান ও গ্লুটেন ফ্রি কুইজিনও দেওয়া হবে। আবার, জাপানি খাবারের জন্য বিশেষ ডাইনিং হলের ব্যবস্থা করা হয়েছে।    

6/6

ভিলেজে থাকা অ্যাথলিটদের জন্য কড়া নিয়ম ধার্য করা হয়েছে। আগে থেকে অনুমোদন করা জায়গাতেই বেরোতে পারবেন অ্যাথলিটরা। ভিলেজে বাইরে কোনও টুরিস্ট স্পট, পাব বা রেস্তোরাঁয় যাওয়া যাবে না।