লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বেসরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

Jun 12, 2020, 12:50 PM IST
1/5

 প্রায় প্রত্যেক দিনই ভাঙছে গতকালের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ। আনলক ওয়ানে রাস্তায় বেরোচ্ছে আম জনতা, আর ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র।

2/5

কঠিন থেকে কঠিনতম হচ্ছে চ্যালেঞ্জ। এবার রাজ্যবাসীর কাছেই কয়েকটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

3/5

প্রথম- ভিড় বাসে যেন না ওঠা হয়। স্বাভাবিকভাবেই ভিড় বাসে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যাবে কয়েক গুণ।  

4/5

দ্বিতীয়- দরকার না থাকলে কেউ যেন না বেরোন। অযথা বাজারে ঘোরাফেরা করা, বন্ধুর বাড়ি গিয়ে গল্পো কিংবা পাড়ার মোড়ে বসে আড্ডা যেন দেওয়া না হয়।  

5/5

তৃতীয়- বেসরকারি অফিসগুলো যেন 'ওয়ার্ক ফর্ম হোম'এর ওপর বিশেষভাবে জোর দেয়। কোনও কর্মী অফিসে দেরি করে এলে যেন তাঁকে ছাড় দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে জানান, এই বিষয়টি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও দেখা হচ্ছে।