শুরু হল ট্রায়াল রান, নিউ গড়িয়া থেকে রুবি অবধি ছুটবে মেট্রো

Sep 24, 2022, 12:39 PM IST
1/5

শুরু হল ট্রায়াল রান

শুরু হল ট্রায়াল রান

স্বপ্নপুরণের পথে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো। আজ থেকে শুরু হয় গেলো ট্রায়াল রান।

2/5

কতগুলি স্টেশন?

কতগুলি স্টেশন?

পাঁচটি স্টেশনের মধ্যে সকাল ১০।৩০ মিনিটে শুরু হয় এই ট্রায়াল রান। 

3/5

পুজোর মাধ্যমে শুরু হল ট্রায়াল

পুজোর মাধ্যমে শুরু হল ট্রায়াল

পুজোর মাধ্যমে শুরু হয় ট্রায়াল। মেট্রোর তরফে জানানো হয়েছে এই ট্রায়াল রান বড় প্রাপ্তি। 

4/5

কবে শুরু হবে যাত্রা

কবে শুরু হবে যাত্রা

এই বছরের শেষের মধ্যেই এই মেট্রো তাঁর যাত্রা শুরু করবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। 

5/5

৬ কিলমিটারে কত স্টেশন?

৬ কিলমিটারে কত স্টেশন?

নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে রয়েছে পাঁচটি স্টেশন। রুবি স্টেশনের নাম হেমন্ত মুখোপাধ্যায় টেশন।