ICC World Cup 2019: সেঞ্চুরির হ্যাটট্রিক হিটম্যানের! সাঙ্গাকারাকে টপকে সচিনকে ছুঁলেন রোহিত

| Jul 06, 2019, 21:25 PM IST
1/5

1

বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাটট্রিক হিটম্যানের। ইংল্যান্ড, বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও শতরান রোহিত শর্মার।  

2/5

2

 শ্রীলঙ্কার বিরুদ্ধে লিডসে ৯২ বলে ১০২ রান করতেই মাইলস্টোন স্পর্শ করছেন রোহিত শর্মা। 

3/5

3

২০১৯ সালে বিশ্বকাপে আটটি ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক হলেন রোহিত।

4/5

4

এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার রেকর্ড ছিল একমাত্র শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই সাঙ্গাকারাকে স্পর্শ করে ফেলেন রোহিত। লঙ্কানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাঙ্গাকারার রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির নজির গড়লেন হিটম্যান।  

5/5

5

১৯৯২ থেকে ২০১১। ৬টি বিশ্বকাপে সচিন ৬টি সেঞ্চুরি করেছেন। ২০১৫ এবং ২০১৯ দুটি বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনকে ছুঁয়ে ফেললেন রোহিত।