করোনার থাবায় পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন; সূচি মেনেই কি হবে উইম্বলডন?

Mar 19, 2020, 12:26 PM IST
1/5

করোনা ভাইরাস আতঙ্কের জন্য পিছিয়ে দিতে হয়েছে এবছরের ফরাসি ওপেন।

2/5

রোলা গারোঁয় ২৪ মে থেকে ৭ জুন ফরাসি ওপেন হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট আয়োজকরা বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামকে পিছিয়ে দিয়েছেন সেপ্টেম্বর-অক্টোবরে। ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে ফ্রেঞ্চ ওপেন।

3/5

তবে নির্ধারিত সূচি মেনেই উইম্বলডন হবে বলে ইঙ্গিত দিল কর্তৃপক্ষ। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত উইম্বলডন হওয়ার কথা।  

4/5

উইম্বলডনের সময় করোনার প্রকোপ কমে যাবে বলে আশাবাদী উইম্বলডন কর্তৃপক্ষ। তাই এখনই উইম্বলডনকে পিছিয়ে দেওয়ার  কোনও ভাবনাচিন্তা নেই কর্তৃপক্ষের।

5/5

তবে পরিস্থিতি জটিল হলে উইম্বলডনের মতো অভিজাত টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।