লকডাউনের জন্য দেখা হচ্ছে না, ছোটবেলার ছবি শেয়ার করলেন রেহা, অর্জুন ও সোনম কাপুররা

Apr 17, 2020, 20:45 PM IST
1/9

লকডাউনের জন্য একে অপরের ভাইবোনেদের সঙ্গে দেখা করতে পারছেন না সোনম কাপুর, রিয়া কাপুর অর্জুন কাপুররা। তবে তাঁরা যে একে অপরকে মিস করছেন, সেটাই উঠে এল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবি ও কথোপকথনে। (ছবিতে অর্জুন কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর ও মোহিত মারওয়া)

2/9

এই ছবিতে দেখা যাচ্ছে সোনম কাপুর, রিয়া কাপুর, অর্জুন কাপুর ও মোহিত মারওয়াকে।

3/9

অর্জুন, সোনম, মোহিত মারওয়ার এই কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে, লকডাউন উঠলেই তাঁরা দেখা করার পরিকল্পনা করছেন।

4/9

লকডাউনে ছোটবেলার ছবি শেয়ার করে সোনম লিখেছেন 'মিস ইউ অল'। যার নিজে অর্জুন কাপুর (সোনমের জ্যেঠু বনি কাপুরের ছেলে) পাল্টা লিখেছেন, তিনিও সোনমকে মিস করছেন। কমেন্ট করেছেন সোনমের তুতো ভাই মোহিত মারওয়া।

5/9

দিদি সোনম কাপুরের সঙ্গে রেহা কাপুর।

6/9

বাঁদিকের ছবিতে দেখা যাচ্ছে সোনম কাপুর, মোহিত মারওয়া আর অর্জুন কাপুরকে। ডান দিকের ছবিতে দুই বোন সোনম ও রিয়া কাপুর।

7/9

বাঁদিকে ছবিতে মোহিত মারওয়া, অর্জুন কাপুর, পাশে সোনম ও রিয়া কাপুরকে দেখা যাচ্ছে। বাঁদিকে সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজার ছোটবেলার একটি ছবি উঠে এসেছে।

8/9

এই ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিটে দিয়ে রিয়া কাপুর লিখেছেন, সোনম ছোট থেকেই আমার সঙ্গে 'চিপকু' হয়ে থাকতো।

9/9

এই ছবিতে সোনম, অর্জুন, মোহিত মারওয়া ও রিয়া কাপুরকে দেখা যাচ্ছে।