ISL খেলতে শনিবার সকালেই গোয়া উড়ে গেল এটিকে-মোহনবাগানের বঙ্গব্রিগেড

Sep 26, 2020, 15:57 PM IST
1/5

সুখেন্দু সরকার : আইএসএল-এর প্রি-সিজন ক্যাম্পে যোগ দিতে গোয়া উড়ে গেলেন ATK মোহনবাগানের বাঙালি ফুটবলাররা।  

2/5

সকালের বিমানেই গোয়া রওনা হন প্রীতম কোটাল, প্রণয় হালদার, প্রবীর দাস, শুভাশিস বোস, অরিন্দম ভট্টাচার্য, শেখ সাহিলরা।    

3/5

গোয়ায় বঙ্গ ব্রিগেডের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ভিন রাজ্যের ফুটবলাররা।  তবে প্রীতমদের সঙ্গে গোয়া যাননি সহকারি কোচ সঞ্জয় সেন। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন। 

4/5

এদিন বিমান বন্দরে বেশ কয়েকজন সবুজ-মেরুন সমর্থক হাজির ছিলেন। একই সঙ্গে বিমানবন্দরে এসেছিলেন ফুটবলারদের পরিবার বর্গও।  

5/5

করোনা পরীক্ষা হয়েছে ফুটবলারদের। গোয়া পৌঁছে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে প্রবীর,প্রীতমদের। তারপর ফের করোনা পরীক্ষা করেই অনুশীলনে যোগ দেবেন।