সাড়ে ৬ কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হানে গ্রহাণু, ধ্বংস হয় ৭৬ শতাংশ গাছপালা

Feb 06, 2020, 19:21 PM IST
1/5

গ্রহাণু

গ্রহাণু

চিক্সাসলাব গ্রহাণুর প্রভাবে, ধ্বংস হয় বিভিন্ন প্রজাতির ৭৬ শতাংশ গাছপালা। কারণ, ধুলোয় বায়ুমন্ডল মেঘাচ্ছন্ন থাকে এবং আড়াল করে রাখে সূর্যকে। একইসঙ্গে বন্ধ করে মহাসাগরে ফাইটোপ্ল্যাঙ্কটনের অক্সিজেন উৎপাদনও।

2/5

গ্রহাণু

গ্রহাণু

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যাকটেরিয়া অন্যত্তম স্থিতিস্থাপক জীব যা মূলত দেখা যায় বরফে, গভীর কোনও গুহা কিংবা উষ্ণ প্রস্রবণগুলিতে। তবে গবেষণায় দেখা গিয়েছে এই জীব যে কোনও স্থানে, যে কোনও পরিস্থিতিতেই বেড়ে উঠতে পারে।

3/5

গ্রহাণু

গ্রহাণু

চিক্সাসলাব গ্রহাণুটি প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত হানে যা থেকে একটি প্রায় ৩০০ ফুট উঁচু সুনামির সৃষ্টি হয়। আর তা থেকেই গ্রহাণুতে মাটির বা পলির স্তর তৈরি হয়।

4/5

গ্রহাণু

গ্রহাণু

 সেই পলিগুলির মধ্যে ছিল সায়ানোব্যাকটিরিয়া যা সালোকসংশ্লেষে সক্ষম অণুজীব এবং নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

5/5

গ্রহাণু

গ্রহাণু

ফাইটোপ্ল্যাঙ্কনের উৎপাদনশীলতা সম্পন্ন হয়েছে পুষ্টি যোগানো ও অক্সিজেন সরবরাহে বড় ধরনের রূপান্তরের মাধ্যমে যা মাইক্রোবায়াল জীবনের পুনরুদ্ধার করেছে।