1/5
পাকাপাকি শীত এখনও নয়। তবে শহরে ফিরল হালকা শীতের আমেজ। ২৪ ঘন্টায় প্রায় ২ ডিগ্রি কমল রাতের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ২০-র ঘরে। শুক্রবারের পর আরও সামান্য পারাপতনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা উইক এন্ডে নামতে পারে ২০-র নিচে। পশ্চিমাঞ্চলের জেলায় শুক্রবারের পর পারদ ১৫ বা তার সামান্য নিচে থাকতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
কলকাতায় ২২. ২ থেকে রাতারাতি রাতের তাপমাত্রা নেমে ২০.১ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯ থেকে সামান্য বেড়ে ২৯.৬ ডিগ্রি। এই উইক এন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই কুড়ি ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। -তথ্য-অয়ন ঘোষাল
5/5
এদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে। সঙ্গে রয়েছে একটি অক্ষরেখা। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাডু উপকূল এলাকায়। অন্য ঘূর্ণাবর্তটি রয়েছে কোমোরিন এলাকায়। একটি পুবালি অক্ষরেখা রয়েছে শ্রীলংকা থেকে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় পর্যন্ত। -তথ্য-অয়ন ঘোষাল
photos