1/6
2/6
photos
TRENDING NOW
3/6
কালী পুজোতেও শীতের আমেজ। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা। উত্তুরে হাওয়া বইছে। আগামী ৪৮ ঘন্টায় আরও কিছুটা পারদ নামবে। হিমেল পরশ উপভোগ করবে রাজ্যে। ২২ থেকে কাল রাতে তাপমাত্রা নেমে এসেছে ২১ এর ঘরে। শনিবারের পর আরো সামান্য নামবে তাপমাত্রা। বুধবারের মধ্যে তা ২০ এর ঘিরে পৌঁছাতে পারে। ভাই ফোঁটার পর থেকে ছট পুজোর মধ্যে উত্তুরে হাওয়ার প্রভাব বেশ ভালরকম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৭ এর ঘরে নামতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
4/6
কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও বেলা বাড়লে সেই আরাম উধাও হবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী বুধবারের মধ্যে আরও কিছুটা পারদ পতন। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ এর ঘরে নামতে পারে পারদ। বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা মঙ্গলবারের পর ১৭ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা বুধবারের পর ১৬ এর ঘরে পৌঁছাতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
5/6
6/6
কলকাতায় নামল পারদ। শনিবারের পর আরও সামান্য নামবে। মঙ্গলবারের পর আরও নামবে। পরিষ্কার আকাশ। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া বিহার ঝাড়খণ্ড হয়ে অবাধে বইবে কলকাতায়। কলকাতায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ থেকে কমে ২১.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ থেকে কমে ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৪৬ শতাংশ। -তথ্য-অয়ন ঘোষাল
photos