গতি শব্দের চেয়েও তিনগুণ বেশি! লন্ডন থেকে নিউ ইয়র্ক মাত্র ২ ঘণ্টায় পৌঁছবে এই সুপারসনিক জেট!
|
Aug 06, 2020, 20:32 PM IST
1/5
প্রকাশ্যে এল ভার্জিন গ্যালাকটিক সুপারসনিক যাত্রীবাহী বিমানের নকশা। শব্দের গতি চেয়েও তিন গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম এই সুপারসনিক জেট। সংস্থা জানিয়েছে, এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩,৭০০ কিলোমিটার!
2/5
জানা গিয়েছে, এই সুপারসনিক যাত্রীবাহী বিমানটি ভার্জিন এবং রোলস রয়েসের যৌথ প্রকল্প। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থা।
photos
TRENDING NOW
3/5
অন্যান্য যাত্রীবাহী বিমানের চেয়ে অনেক বেশি উচ্চতা দিয়ে উড়বে এই সুপারসনিক জেট। জানা গিয়েছে, মোটামুটি ৬০ হাজার ফুট উপর দিয়ে চলাচল করবে এই বিমান।
4/5
উচ্চ গতি সম্পন্ন এই যাত্রীবাহী বিমানে আসন সংখ্যা মাত্র ১৯টি। সংস্থার দাবি, লন্ডন থেকে নিউ ইয়র্ক মাত্র ২ ঘণ্টায় পৌঁছবে এই সুপার সনিক জেট!
5/5
২০০৩ সালের অক্টোবর মাসে কনকর্ড অবসর নেওয়ার পর সুপার সনিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তার পর থেকে এখনও পর্যন্ত এত দ্রুত বিমান ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারেনি আরও কোনও সংস্থা। ফের সেই সুযোগ |আ|সতে চলেছে ভার্জিন গ্যালাকটিকের হাত ধরে।